1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় দায়িত্বে অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু’র অভিযোগ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় দায়িত্বে অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু’র অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০২ জন দেখেছেন
নদী থেকে মরদেহের উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীর অবহেলায় গর্ভবতী রিতা রানী ও তার গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করেছেন রিতা রানীর পরিবার। রিতা রানী বদরগঞ্জ উপজেলার নিরাঞ্জন রায় এর স্ত্রী। বাচ্চা প্রসব করার জন্য তার বাবার বাড়ি আলমবিদিতর ইউনিয়নের মন্ডলের হাট (হিন্দুপাড়া) গ্রামে নিয়ে যান। গত ২৬ সেপ্টেম্বর ভোরে প্রসব ব্যাথা শুরু হলে স্বজনরা তাকে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে।

 

 

নিহতের বড় ভাই সঞ্জয় সরকার অভিযোগ বলেন, একজন এমবিবিএস ডাক্তার যখন বলে যে সিজার করতে হবে। এমন রিপোর্টের কথা আমরা ইউনিয়ন পরিবার পরিকল্পনার কেন্দ্রে পরিবার কল্যান পরির্দশিকা, শ্রীমতী ডলি রানীর তত্ত্বাবধানে থাকা ফরিদা কে জানাইলে তিনি রিপোর্ট না দেখেই বলে সমস্যা নেই। এখানে নরমালে ডেলিভারি হবে ( প্রসব হবে)। সে আমাদের কথাকে গুরুত্ব না দিয়ে বাচ্চা প্রসবের জন্য সকাল ৭ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চেষ্টা করেন। বেলা ১১ টার পর খুব অসুস্থ দেখে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি। ফরিদা বেগম অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেও চেষ্টা চালিয়ে যায়। যখন অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, তখন পরিবার কল্যাণ পরির্দশিকা ,শ্রীমতী ডলি রানীর তত্ত্বাবধানে থাকা ফরিদা খাতুন রেফার্ড করেন। আমরা তার নির্দেশিত ক্লিনিক এ নিয়ে যাই। ক্লিনিক এ নিয়ে গেলে মৃত বাচ্চা বের হয়। ক্লিনিকে ভর্তি অবস্থায় ৬ দিন পর আমার বোন (রিতা রানী) ও মারা যান।

 

 

নিহত রিতা রানীর পিতা রাধাকান্ত বলেন, আমার নবজাতক নাতিসহ মেয়ে হত্যাকাণ্ডের বিচার চাই। নিহত রিতা রানীর স্বামী বলেন, আমার নবজাতক সন্তান এবং স্ত্রী হত্যার সঠিক বিচার চাই। আমার মত আর কারো জীবনে যেনো এরকম দূর্ঘটনা না হয়।

পরিবার কল্যাণ পরির্দশিকা, শ্রীমতী ডলি রানীর তত্ত্বাবধানে থাকা ফরিদা খাতুন বলেন, আমার কাছে এসেছিল, আমি চেষ্টা করেছি মাত্র। অবস্থা বেগতিক দেখে এখান থেকে রংপুরে পাঠিয়েছি। আলমবিদিতর ইউনিয়ন পরিবার কল্যাণ পরির্দশিকা, শ্রীমতী ডলি রানী বলেন, আমি বিষয়টি জানতাম না, একটু আগেই জেনেছি। আর কাজ করতে গেলে এরকম দুই একটা ঘটনা ঘটতেই পারে।

সুস্বাস্থ্য ক্লিনিকে অপারেশন করেন, (রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্টের দায়িত্বে থাকা স্ক্রীন বিডি আউটডোরে কর্মরত) ডাঃ জ্যোতি ভৌমিক বলেন, আমি গর্ভবতী রোগির অবস্থা দেখে অপারেশন করতে চাইনি। কারণ রোগির অবস্থা দেখেই আমার মনে হয়েছিল গর্ভজাত সন্তান বেঁচে নেই। শুধু রোগীর অভিভাবকদের অনুরোধে প্রসূতিকে বাঁচাতে ডাবল স্বীকারোক্তি নিয়ে অপারেশন করি। অপারেশন করলে দেখা যায় ঠিকই নবজাতক শিশুটি অনেক আগেই মারা গেছে। অতঃপর ছয়দিন পরে চিকিৎসাধীন অবস্থায় প্রস্তুতি রিতা রানীরও মৃত্যু হয়। রিতা রানীর মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে ডাঃ জ্যোতি ভৌমিক বলেন, ইউনিয়ন পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্র প্রসুতির নরমাল ডেলিভারি করাতে তার উপর যে ধকল গেছে, অদক্ষ লোকদের অপচেষ্টার কারণে সর্বশেষ তাকেও বাঁচানো য়ায়নি।

 

গঙ্গাচড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক, ইতিপূর্বে আমার জানার সুযোগ হয় নাই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )