1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭২ জন দেখেছেন
বাসসের পরিচালনা পুনর্গঠন

 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

সদস্য হিসেবে রয়েছেন ১২ জন। তারা হলেন-

১. যুগ্মসচিব (প্রেস), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।

২. অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

৩. জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

৪. পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

৫. প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৬. ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস (পদাধিকার বলে)।

৭. মোকারম হোসাইন, সম্পাদক, ডেইলি নিউ নেশন, ঢাকা।

৮. আলমগীর মহিউদ্দীন, সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত, ঢাকা।

৯. শিরিন ভরসা, সম্পাদক, দৈনিক যুগের আলো, রংপুর।

১০. ফকরুল আলম কাঞ্চন, চিফ নিউজ এডিটর, এনটিভি।

১১. নূরে আলম মাসুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিং, ঢাকা।

১২. ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা।

বাংলাদেশের স্বনামধন্য ও প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনার সময়ই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসাবে কাজ করে চলেছেন।

তিনি অনেকগুলো দুর্দান্ত সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদনে করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনা তথা কপিলমুনির কৃতি সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর নিবেদিত জামে মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, মাদ্রাসা, এতিমখানা হেফজখানা প্রতিষ্ঠা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )