কদিন আগে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের খবর জানান অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান। এবার নাকি সংগীতের সঙ্গেও বিচ্ছেদ ঘটাচ্ছেন এ সঙ্গীতজ্ঞ। যাচ্ছেন সাময়িক বিরতিতে। এরকমই গুঞ্জন রটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের গানে মুগ্ধ গোটা বিশ্ব। তার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার খবরে উদ্বিগ্ন ভক্তরা। তবে সত্যিটা কী? এ আর রহমানের কন্যা খাতিজা রহমান এবার মুখ খুললেন।
তিনি লিখেছেন, ‘অনুগ্রহ করে এই ধরনের বাজে গুজব ছড়ানো বন্ধ করুন।’ খাতিজা এই ধরনের গুজব ছড়ানোর পেছনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, এগুলো কোনোভাবেই সত্যি নয়। গেল ২০ নভেম্বর সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতি দেন। তাতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।
আরও বলা হয়, “মিসেস সায়রা জোর দিয়ে বলেছেন, ব্যথা এবং যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে তিনি তার জীবনের এই কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন।”