


দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে কোনো পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন। তারা প্রশাসনিক স্থবিরতা, শিক্ষা কার্যক্রমের অবনতি ও অনিয়মের অভিযোগ তুলে দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে কলেজে কোনো পূর্ণাঙ্গ অধ্যক্ষ নেই। নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছয় মাসের বেশি দায়িত্বে রাখা যায় না। কিন্তু দীর্ঘ সাত বছর দলীয় প্রভাব খাটিয়ে একজনকে দায়িত্বে রাখা হয়েছে। পরে নিয়োগ নেওয়া অন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ম মেনে নিযুক্ত হননি। বর্তমানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান ছয় মাসের বিধান অতিক্রম করে এক বছর চার মাস দায়িত্ব পালন করছেন। এর ফলে শিক্ষা ও প্রশাসনিক কাজে স্থবিরতা তৈরি হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, কলেজে ডিগ্রি পর্যায়ের জিও পর্যন্ত মেলেনি।
এছাড়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় কোন শিক্ষার্থী ভর্তি হয়নি। এর ফলে শিক্ষার মান তলানিতে নেমে গেছে। ১নং আলোকঝাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসম আতাউর রহমান বাচ্চু মানববন্ধনে বলেন, ২০১৭ সাল থেকে কোনো পূর্ণাঙ্গ অধ্যক্ষ নেই। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমানও নিয়ম মাফিক নয়। কলেজের জিও মেলেনি। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় শিক্ষার্থী নেই। তাই আমরা দাবি করছি নিয়ম মাফিক একজন পূর্ণাঙ্গ অধ্যক্ষ দ্রুত নিয়োগ দিতে হবে। তিনি আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৩ নভেম্বর ২০২৫ তারিখে কলেজ পরিদর্শক একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে নিয়ম মাফিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সেই চিঠির পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনিক কার্যক্রম গোপনীয়তার ভিত্তিতে চলছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কলেজের প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ ও নিয়ম অনুযায়ী কমিটি গঠন না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।