


রংপুরের কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা মো. আলমগীর হোসেন (৪৮) গ্রেফতার হয়েছেন। উপজেলার নিজপাড়া গ্রামে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বিবাহিতা মেয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে সম্প্রতি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাদিনী অভিযোগ করেন, তার পিতা দীর্ঘদিন ধরেই তার প্রতি কু-দৃষ্টি দিয়ে আসছিলেন।
গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন কৌশলে মেয়েকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মেয়ের চিৎকারে মা বিউটি বেগম ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পলাতক থাকার পর ৪ নভেম্বর সকালে তিনি বাড়িতে ফিরে এলে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, ভুক্তভোগী মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে।