
রংপুরের গঙ্গাচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলিপ কুমার মহন্ত (৪৫) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার সন্ধ্যায় গঙ্গাচড়ার মৌলভীবাজার পান্নুর মিলের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনাইটেড পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা কোলকোন্দ ইউনিয়নের পীরেরহাট বটতলা গ্রামের মৃত দিগম্বর চন্দ্র বর্মন এর ছেলে দিলিপ কুমার মহন্ত ঘটনাস্থলেই মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন, তিনজন আহত হয়েছেন, ঘটনার বিষয়ে আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে । স্থানীয় এলাকাবাসী দ্রুতগতির যানবাহনের কারণে সড়ক নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Related