আর্ন এন্ড লিভ এর প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসি’র তত্বাবধানে গাইবান্ধা জেলা টিম এই অনুষ্ঠানের মাধ্যমে ১০ টি গ্রাম থেকে প্রকৃত ১শ দুস্থ প্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র হিসাবে ১শ টি কম্বল তুলে দেন ।
সাঘাটা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার, আর্ন এন লিভ এর এই আয়োজনকে স্বাধুবাদ জানান। শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এই প্রয়াসের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। কম্বোল পেয়ে ৪৫ বছর বয়সী নারী মোসলেমা জানান, এই শীতে কেউ পাশে নেই যারা কম্বল দিলো আল্লাহ যেন তাকে ভালো রাখেন ।
মহিমাগঞ্জ কলেজের শিক্ষক সবুজ সরকার বলেন, মানবতার সেবায় নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ দেশের মানুষের পাশে দাড়িয়ে যে কার্যক্রম পরিচালনা করছেন এটি চির অমর হয়ে থাকবে বৃত্তবানদের সবাইকে সংগঠটির কার্যক্রমে সহযোহীতা করার অনুরোধ জানান ।