রংপুরের পীরগাছায় পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমি দিনব্যাপী আয়োজনের মাধ্যমে তাদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে ছিল ইসলামিক গান, দেশের গান, দলীয় সংগীত, কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য, কৌতুক, এবং ইংরেজি ডায়ালগ কথোপকথন।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আরেফা খাতুন, কো-অর্ডিনেটর শামিমা বেগম, এবং সহকারী শিক্ষকসহ স্থানীয় অভিভাবকরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থী, সেরা অভিভাবক, এবং ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২২ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান। অতিথিরা তাদের নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া হয়, যা একাডেমির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।