1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
চীনে হ্রাসকৃত মূল্যে আইফোন বিক্রির ঘোষণা অ্যাপলের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

চীনে হ্রাসকৃত মূল্যে আইফোন বিক্রির ঘোষণা অ্যাপলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন আইফোন সিরিজের প্রস্তুতকারী কোম্পানি অ্যাপল চীনে আইফোন সিরিজের সর্বাধুনিক ২ সংস্করণ আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স হ্রাসকৃত মূল্যে বিক্রির ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোট চার দিন প্রতিটি আইফোন ১৬ প্রো‘তে ৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১৭৮ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৪০০ ইউয়ান ((বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৫৪৩ টাকা) ছাড় উপাভোগ করবেন চীনের ক্রেতারা।

চীনের বাজারে বর্তমানে প্রতিটি আইফোন ১৬ প্রো ৭ হাজার ৯৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার ৮৪৫ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৯ হাজার ৯৯৯ ইউয়ানে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৩ হাজার ৫৬১ টাকা) বিক্রি হচ্ছে।

সেই হিসেবে হ্রাসকৃত মূল্যে আগামী ৪-৭ জানুয়ারি চীনের শো-রুমগুলোতে প্রতিটি আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স বিক্রি হবে ৭ হাজার ৪৯৯ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার ৬৬৬ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৯ হাজার ৫৯৯ ইউয়ানে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৭ হাজার ১৮ টাকা) বিক্রি হবে।

প্রসঙ্গত, চীনকে বলা হয় বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার এবং এই বাজারের দখল নেওয়ার জন্য স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চলে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, মূলত ২টি কারণে চীনে মূল্যহ্রাসের এই প্যাকেজ ঘোষণা করেছে অ্যাপল। অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ায় চীনের ক্রেতারা ব্যয় সংকোচনের দিকে মনযোগী হয়েছেন। ফলে দামী ইলেকট্রিক গেজেট কেনার প্রবণতা কমছে তাদের মধ্যে।

আর একটি কারণ হলো চীনা স্মার্টফোন হুয়াওয়ে। উন্নত প্রযুক্তি এবং সর্বাধুনিক সব অ্যাপ্লিকেশনসমৃদ্ধ এই ফোনসেটটির দাম চীনের বাজারে মাত্র ৩ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯ হাজার ৭৩ টাকা)।

ফলে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ব্যবসায়ীকভাবে হুয়াওয়ের কাছে রীতিমতো মার খাচ্ছে আইফোন সিরিজের ফোনগুলো। চীনা ক্রেতাদের একটি বড় অংশ এখন আইফোনের পরিবর্তে হুয়াওয়ের দিকে ঝুঁকছেন এবং মাসের পর মাস ধরে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়া চীনের পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দামও পড়ে গেছে ব্যাপকহারে। তাই বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই মূল্যহ্রাসের কোনো বিকল্প সেভাবে ছিল না অ্যাপলের সমানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )