কুড়িগ্রামের চিলমারীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢুষমারা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বক্ত বাজার এলাকা থেকে আটক করা হয়। আটক মাদক কারবারি রবিউল মিয়া ঢুষমারা থানা এরিয়ার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের গোয়ালে পাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে।
রাজিবপুরের ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢুষমারা থানার এরিয়ার চিলমারী উপজেলার অষ্টমীর চর বক্ত বাজার এলাকায় অভিযান চালায় ঢুষমারা থানা পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবাসহ রবিউল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।