সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সিপিএফভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা ভাতা ও বোনাস পুনরায় বহাল এবং ব্যাংকের বয়োবৃদ্ধ কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা ভাতা কমপক্ষে পাঁচ হাজার টাকায় উন্নীত করতে ব্যাংক কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়।
সভায় সমিতির নতুন ছয় সদস্যকে ক্রেষ্ট দিয়ে বরণ করার মাধ্যমে সংবর্ধিত ও মিলন মেলায় আরও তিনজনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে করে সমিতির সদস্য সংখ্যা বেড়ে ৩৩৫-এ দাঁড়িয়েছে।
এ ছাড়াও অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আগামী আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার রামসাগর চত্বরে সমিতির সদস্যদের সপরিবারে বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠিত সাধারণ সভা ও মিলনমেলায় রংপুর বিভাগের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় দুই শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। পরে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, সকল শহীদ ও আহতদের স্মরণ, সমিতির সুস্থ-অসুস্থ সকল সদস্যের সুস্থতা-দীর্ঘায়ু কামনা এবং দেশের কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।