রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অভিযোগের বিরুদ্ধে খামারিরা স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে খামারিরা আলোচনা শেষে স্মারকলিপি প্রদান করেন।
খামারিরা স্মারকলিপিতে উল্লেখ করেন, তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে গত মঙ্গলবার একটি মানববন্ধন করে খামারি ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি। উপজেলার শান্তি শৃঙ্খলা প্রশাসনিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রীমহল চেষ্টা চালাচ্ছে। তাই এলাকাবাসী ও খামারিরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম ইফতেখারুল ইসলাম বলেন, অফিসিয়াল দায়িত্ব পালনে আমার বিরুদ্ধে কিছু কোম্পানির প্রতিনিধি ও সিন্ডিকেট অপপ্রচার চালাচ্ছে। আমি উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরিচ্ছন্ন পরিপাটি করার লক্ষে কাজ করেছি। আমার উর্ধ্বতন কর্মকর্তাসহ সকলকে জানিয়ে দাপ্তরির কাজ চালিয়ে আসছিলাম। এতে গলার কাটা হয়ে দারিয়েছে অসাধু ব্যবসায়ি সহ স্বার্থনীশি মহলের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তার পক্ষের বিষয়ে খামারিদের একটি স্মারকলিপি পেয়েছি, উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করে পাঠিয়েছি।