দেশের একমাত্র বৃহৎ দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি চত্বরে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর আয়োজনে তাদের অধীনে কর্মকর্তা সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
শুক্রবার মধ্যপাড়া পাথর খনির উৎপাদন, উন্নয়ন ও ব্যবস্থাপনা কাজে দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিয়ে খনি চত্বরে সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এই প্রীতিভোজে জিটিসি’র ৮ শতাধিক খনি শ্রমিক এবং ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মকর্তা অংশ নেন। পরে, জিটিসি’র অবসরে যাওয়া খনি শ্রমিকদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
প্রীতিভোজে উপস্থিত খনি শ্রমিকরা জানান, জিটিসি কর্তৃপক্ষ তাদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাসিক উপবৃত্তি দিচ্ছেন। সেই সাথে শ্রমিকদের পরিবারের সদস্য এবং খনি এলাকাবাসীদের স্বাস্থ্য সেবা দিতে খনির সংলগ্ন চ্যারিটি হোম প্রতিষ্ঠা করেছে। সেখানে একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। বিভিন্ন এতিম খানায় আর্থিক সহযোগিতা প্রদান এবং এলাকার মুসল্লিদের জন্য খনি সম্মুখে জিটিসি’র চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী স্যারের উদ্যোগে একটি অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হয়েছে। জিটিসি’র উদ্যোগে শ্রমিকদের নিয়ে এমন প্রীতিভোজের আয়োজন এবং খনি এলাকায় বিভিন্ন সামাজিক কাজের জন্য নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীকে ধন্যবাদ জানান তারা।
উক্ত শ্রমিক কর্মচারীদের এই প্রীতিভোজে উপস্থিত ছিলেন, জিটিসি এর নির্বাহী পরিচালক জনাব মো. জাবেদ সিদ্দিকী. হেড অব সিকিউরিটি এন্ড ওয়ার্কার’স ওয়েলফেয়ার মেজর (অব.) মো. রুহুল আমিন, উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, মুস্তাক আহমেদ খানঁসহ অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, জিটিসি মধ্যপাড়া পাথর খনির উৎপাদন, উন্নয়ন ও পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর থেকে খনি থেকে দৈনিক ও মাসিক পাথর উত্তোলনের ইতিহাসে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে খনির উৎপাদন ইতিহাসে নতুন মাইল গড়েছে। ফলে লোকসানি এই পাথর খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।