1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে-অধ্যাপক মুজিবুর রহমান | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে-অধ্যাপক মুজিবুর রহমান

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহ’র কাছে ধরনা দিতে হবে।
গরীব, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। খাওয়ায় সময় একজন হলেও গরীব মানুষকে সাথে নিতে হবে। প্রত্যেক ভোটারকে ভোট কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রবিবার (১৮মে) সকালে জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও উপজেলা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মতবিনিময় সভায় ছাত্র, শ্রমিক ও জামায়াতের দায়িত্বশীলদের সাংগঠনিক কাজের খোঁজ খবর নেন এবং পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নীলফামারীর নির্বাচনী আসন সমূহে কাজের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন অধ্যাপক মজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, নীলফামারী জেলা জামায়াতের অন্যতম জনসম্পৃক্ত একটি জনপদ। এই জেলায় আগামী নির্বাচনে সকল আসনে তিনি ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )