
সকালে মাঠের মাঝখানে একটি ময়ূরকে দেখে তাড়া করে গ্রামের লোকজন। প্রায় তিন ঘন্টা ময়ূরকে তাড়া করায ময়ুরটি ফতেপুর গ্রামের ফইজুলের খড়ের খাড়ার নিচে আশ্রয় নেয়।
সোমবার দুপুরে ময়ুরটিকে ধরে বেধে রাখে গ্রামের লোকজন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা বড়পলাশবাড়ী ইউনিয়নের ফতেপুরর গ্রামে এ ঘটনা। খবর পেয়ে ময়ুরটিকে উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
বড়পলাশবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ মাহাবুব আলম জানান, দুপুরে বালিয়াডাঙ্গী থানার ওসি ময়ুরটিকে ধরে বেধে রাখার খবর আমাকে জানান। এরপরে ঘটনাস্থল থেকে ময়ুরটিকে উদ্ধার করে ইউএনও’র কাছে পৌছে দেই।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, সোমবার বিকাল ৫টায় বন বিভাগের লোকজনকে ডেকে ময়ুরটিকে হস্তান্তর করে দেওয়া হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা প্লানটেশন ম্যানেজার (পিএম) অনীল চন্দ্র জানান, ময়ুরটিকে দিনাজপুরের জাতীয় উদ্যানে পাঠানো হবে। তবে গ্রামের লোকজনের তাড়ার কারণে ভয় পেয়েছে। প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ময়ুরটির। আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি।
Related