কুড়িগ্রামে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের শান্তিনগর গ্রামের ওয়ারেনভুক্ত আসামি আব্দুর রশিদ রানু(৪৬) শামীম(২৫) ও জাহানারা(৪৪)কে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ২ঃ৪০ মিনিটে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।জানা যায় তার বিরুদ্ধে ১০৭/১১৭(সিঃ)মামলা ছিল। মামলা নং ৬১/২৪। দীর্ঘদিন শুনানের পর বিজ্ঞ আদালত গত ১৮/৬ /২৫ ইং বিবাদীদের দোষী সাব্যস্ত করে ২০০০ টাকার বন্ডে মুচলেকা দেয়ার রায় প্রদান করেন কিন্তু বিবাদীগণ আদালতের রায়কে অমান্য করে তাই বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্টইস্যু করেন এবং পুলিশ কর্তৃক গ্রেফতার করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, আব্দুর রশিদ রানু গংদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল তাই তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের শনিবার সকাল ১১:৩০ মিনিটে জেল হাজতে প্রেরণ করা হয়।