


“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবস উপলক্ষ্যে উপজেলা অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা সমাজসেবা শুভ্র প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বক্তব্য দেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের প্রবীণ প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।