


রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভূতছাড়া গ্রামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ গৃহবধূর নাম মোছা. সিমু খাতুন (৩২)। তিনি ওই গ্রামের মো. আতিয়ার রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৫ অক্টোবর) সকাল প্রায় ১১টার দিকে মোছা. সিমু খাতুন নিজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. আতিয়ার রহমান কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৫০/ডি, তারিখ ৬ অক্টোবর ২০২৫। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ সিমু খাতুনের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকৃতি এবং ওজন প্রায় ৪৫ কেজি। তিনি একজন গৃহিনী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি নিখোঁজ সিমু খাতুনের সন্ধান পান, তবে অনুগ্রহ করে ০১৭৬৬৭৯৯৫১২ নম্বরে যোগাযোগ করার বা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, “নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত চলছে, সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।