


রংপুরের কাউনিয়ার উত্তর রাজীব তেলি টারী নামক স্থানে একটি দ্রুতগামী অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ির যাত্রী হাফছা তাবাসসুম (২) নামের এক শিশু কন্যা ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। ঘটনা টি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে কাউনিয়া টু টেপামধুপুর সড়কের উত্তর রাজীব তেলি টারী নামক স্থানে একটি অটো গাড়ি দ্রুত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে খাদে পড়ে যায়।
এতে গাড়ির যাত্রী মর্জিনা বেগমের সাথে থাকা শিশু কন্যা হাফছা তাবাসসুম (২) ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের হামিদুল ইসলামের কন্যা। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।