পুলিশ বাদী হয়ে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাত পনে ১২ টার দিকে ডিউটিরত পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম নিজ বাড়িতে মাদক বিক্রি করছে বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারকে জানান। পরে ওসির নেতৃত্বে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে ওই মাদক ব্যবসায়ী দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী খোকন মিয়ার ঘর থেকে ২২ বোতল ভারতীয় মাদক দ্রব্য ইস্কাফসহ দুই স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।