


কুড়িগ্রামের চিলমারীতে মিথ্যা মামলায় আটক দুই জেলে রবীন্দ্র চন্দ্র ও গোবিন্দ্র চন্দ্রের মুক্তি, মামলা প্রত্যাহার, জেলে হয়রানি বন্ধ এবং জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়গাছ মাঝিপাড়া ব্রহ্মপুত্র নদ তীরে ভুক্তভোগী জেলে সম্প্রদায়ের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সাইদ হোসেন পাখি, আকিবুর রহমান আকা, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল এহসান জাকী,আটক জেলে রবীন্দ্র চন্দ্রের স্ত্রী আলো রাণী, গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুলি রাণী প্রমুখ। মানববন্ধনে গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুলি রাণী বলেন, আমার স্বামী জেলে।
এখন কিস্তির টাকা আর জামিনের টাকা কিভাবে দেব? নদীতে মাছ ধরা কি অপরাধ? প্রশাসনের হয়রানি থেকে আমরা মুক্তি চাই। আটক জেলে রবীন্দ্রচন্দ্রের স্ত্রী আলো বলেন, আমার স্বামীর মুক্তি চাই। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ জেলে থাকায় আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। মাছ না ধরলে আমাদের সংসার চলে না।