আটক রোহিঙ্গাদের প্রথমে সোনাহাট বিজিবি কোম্পানি সদরে নিয়ে জিঙ্গাসাবাদ শেষে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। আটককৃতদের মধ্যে চার পুরুষ দুই নারী এবং ছয়জন শিশু কিশোর রয়েছে।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম(২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ(১৮), নুরনবী(১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ(১৫), রিফা খাতুন(৯), আবু(৭), সাফা(৬), কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ(৪৮)
স্থানীয়রা জানান, ভোরে ওই সমস্ত রোহিঙ্গা বলদিয়া ইউনিয়নের আমতলায় ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করে। পরে বিজিবি খবর পেয়ে কুড়িগ্রাম বিজিবির সোনাহাট কম্পানী সদরের সদস্যরা এসে তাদেরকে হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার গভীর রাতে বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের ১০১১ সীমানা পিলারের নিকট দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহীনি (বিএসএফ)।
একটি সুত্র জানায় তারা সবাই কক্সবাজার জেলার কলাতলী থেকে কুমিল্লা দিয়ে ১ বছর আগে ভারতে প্রবেশ করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।