


সমাজের প্রতি দায়বদ্ধতা ও গ্রাহকের আস্থা সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে নীলফামারীতে উৎপাদনে যাচ্ছে ‘তিস্তা কনজ্যুমার প্রোড্রাক্টস’। শনিবার বিকেলে (১৮অক্টোবর) জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলীপাড়া এলাকায় ফ্যাক্টরীতে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসমিন ফওজিয়া ওপেল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য দেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুন্নবী লেবু এতে স্বাগত বক্তব্য দেন।
‘তিস্তা কনজ্যুমার প্রোড্রাক্টস’র চেয়ারম্যান নুরুন্নবী লেবু জানান, সততা ও নৈতিকতা, মান ও বিশুদ্ধতা এবং পরিশ্রম ও দায়িত্ববোধ নিয়ে আমরা উৎপাদনে যাচ্ছি। প্রতিযোগীতা নয় গ্রাহকের সন্তুষ্টি অর্জনে আমাদের লক্ষ্য থাকবে। প্রাথমিক পর্যায়ে আমরা কাপড় কাঁচা সাবান উৎপাদন করে বাজারে বিপণন করবো। উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি বিশেষ ভুমিকা পালন করবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ছাড়াও ফ্যাক্টরীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।