


তৃণমূলে বিএনপিকে আরো শক্তিশালী করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে নীলফামারীর ডিমলায়। গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি বাজারে ওয়ার্ড পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযান রবিবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়। এলক্ষ্যে আয়োজন করা হয় এক সমাবেশের। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, সেফাউল জাহাঙ্গীর আলম শেপু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরি বক্তব্য দেন এতে। অনুষ্ঠানে গয়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে এই আসনে আমাদের তুহিন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। বলেন, তুহিন ভাই এমপি হলে বদলে যাবে এই এলাকার চিত্র।