1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৭ দফা দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের স্বারকলিপি প্রদান | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

৭ দফা দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের স্বারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রংপুরের বিভিন্ন উপজেলাসহ মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করে।

এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন সরকার, জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল গণি, শিক্ষক নেতা অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক রায়হান সিরাজী অধ্যাপক হাফিজুর রহমান অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।এ সময় শিক্ষকরা জানান, স্বাধীনতার পর থেকে একটি টেকসই যুগোপযোগি শিক্ষা নীতিমালা ও কারিকুলাম প্রণয়ন ছিল শিক্ষকদের একটি মৌলিক দাবী।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গণঅভ্যূত্থান পরবর্তী মানুষের চাহিদা, আশা-আকাঙ্খা ও যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদে সংস্কার প্রস্তাব ও নানা দাবী উপস্থাপন করেছে। এর মধ্যে বাড়ি ভাড়া বেতনের শতকরা ৪৫ ভাগ, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা, শতভাগ উৎসব ভাতা প্রদান, প্রস্তাবিত ১ হাজার ৮৯ ইবতেদায়ী মাদরাসা এবং নন-এমপিও শিক্ষকদের চাকুরী ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধ, বিগত সরকারের আমলে যে সকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )