


ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেছেন, বেগম জিয়ার মতো নেত্রী আছেন বলে বাংলাদেশ আজ বাংলাদেশ আছে। বলেন, বেগম জিয়া না থাকলে বাংলাদেশ আজ কম্বোডিয়া হয়ে যেতো। মঙ্গলবার সন্ধ্যায় ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের একতার বাজারে বিএনপিতে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, হাজার হাজার নেতা কর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছে, শত শত নেতা কর্মীকে গুম করেছে। ১লাখ ৪০হাজার মামলা দিয়েছে বিএনপির বিরুদ্ধে। ফেসবুকে লিখলেও মামলা দিয়েছে তারা। কতটা অত্যাচারী ছিলো হাসিনা।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেন, আওয়ামী লীগের বিদায় হয়েছে, নৌকা প্রতিকের বিদায় হয়েছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীক বলে আর কোনো প্রতীক থাকবে না। আর ফিরবে না শেখ হাসিনা আর আওয়ামী লীগ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরি, মুক্তার হোসেন, শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বক্তব্য দেন।