1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাজারহাটে গ্রাম আদালতের কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে গ্রাম আদালতের উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। ]

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের রাজারহাট উপজেলা সমন্বয়কারী রুকুনুজ্জামান রনি।বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

রাজারহাট উপজেলার সাত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহন করেন।  রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ‍‘গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর ছোট ছোট বিরোধ সহজে নিষ্পত্তি করে উচ্চ আদালতের মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মানুষ গ্রাম আদালতে ন্যায্য বিচার পেয়ে অনেকটাই সন্তুষ্ট।

এছাড়া প্রতিটি ইউনিয়নের ওয়েব পোর্টাল আপডেট থাকতে হবে। যাতে করে ঢাকাসহ দেশের যে কোন প্রান্তে বসে ওই ইউনিয়নের সব ধরনের তথ্য যে কেউ নিতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )