রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘরসহ দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ (ঘোনটারী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোনটারী গ্রামের মো. আব্দুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনের তাপে শহির আলীর একটি ঘরের বেড়াসহ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে স্থানীয়রা বালতি ভরা পানি, বালু ও কাদা ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারটি গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছাই এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুঁড়ে যাওয়ায় আনুমানিক দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, আমরা আগুনে পুড়ে যাওয়া পরিবারের তথ্য চেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।