


নীলফামারী পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্ত্তীর সাংগঠনিক পদের স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়।
সমুন চক্রবর্ত্তী কৃষকদল ছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নীলফামারী সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বাবক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ৪অক্টোবর দলীয় পদে স্থগিতাদেশ দিয়ে নোটিশ জারি করে জেলা বিএনপি। স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে এখন আর সাংগঠনিক কর্মকান্ড পালনে বাঁধা থাকলো না ।
নীলফামারী পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্ত্তী জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের হয়ে কাজ করতে হবে।