


রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কার্যালয়ে পুষ্টি গ্রাম ও জনসাধারণের অংশ গ্রহণে ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ও জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর কারিগরি সহযোগিতায় রোববার ভার্চুয়ালী এ কর্মশালার উদ্বোধন করেন বারটার এর প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক, রেহেনা আকতার।
বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. ছাদেকুল ইসলাম এর সভাপতিত্বে ও তার স্বাগত বক্তব্যের পর এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগ রংপুর এর উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, বারটান এর প্রজেক্ট কো-অর্ডিনেটর তাসনীমা মাহজাবিন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রোজ ম্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলূল কবির, সাংবাদিক বখতিয়ার রহমান প্রমুখ।
উক্ত কর্মশালায় ফলিত পুষ্টির গুরত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহন এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা হয়। উক্ত কর্মশালায় পুষ্টিগ্রামের সদস্য সদস্যা, গণমাধ্যম প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।