


নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়নে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে(১৯নভেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, রেদওয়ানুল হক বাবু, আমমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু বক্তব্য দেন এতে।
চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বিতরণ করা হয় স্থানীয়দের মাঝে।