


কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারও সাধারণ মানুষ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান অন্তবর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে একটি জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা বিশ^াস করি এবং আস্থা অর্পন করেছি। সেটি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। যেখানে বিগত ১৭ বছরের গ্লানি মুছে ফেলে খুন, গুম, জেল, জুলুম, অত্যাহা আহাজারি অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকারের প্রবর্তন হবে, সেই আশায় বুক বেধে বাংলাদেশের মানুষ, সেই ২০২৬ সালের নির্বাচনের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালে যেমনভাবে মনোনয়ন দিয়েছিলেন, তেমনি ২০২৬ সালেও যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে মনোনয়ন প্রক্রিয়ায় ২০১৮ সালের ন্যায় এবারও আমাকে মনোনয়ন দেওয়ার জন্য তালিকা প্রকাশ করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে যাতে ধানে শীষের প্রার্থীকে বিজয়ী করে কুড়িগ্রাম-৪ আসন থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি আসন উপহার দিতে পারি, সেটার জন্য আমাদের কর্মযজ্ঞ গ্রহন করা। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে কাজ করতে হবে। এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করেন তিনি।
রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির ১৯ দফা বাস্তাবায়নের লক্ষ্যে আজকে বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের এই দেশের-রাষ্ট্র নিয়ে বিভিন্ন ভাবনা, চিন্তা-চেতনা মতে ১৯ দফার মধ্যে আরও কয়েকটি দফা যোগ করে ৩১ দফা বাস্তাবায়নে বাস্তকাঠামো হ্যান্ড বিল ছাড়ছেন। সেই হ্যান্ড বিলের কার্যকর্মও আমরা সকল নের্তৃবৃন্দর সহযাগিতায় জনগণের মাঝে বিলি করে গেছি। সেই ৩১ দফার মধ্যে যুব সমাজ, মধ্যবয়সি মহিলা মা, বেকারত্ব কমানোর জন্য, কৃষকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, সার, ডিজেল, তেলের দাম কমানোর জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, স্বাস্থ্য, যোগাযোগ, নদী শাসনের জন্য এই ৩১ দফার মধ্যে আছে।
রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, দাঁতভাঙ্গা বিএনপি ঐক্যবদ্ধ হতে জানে। তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রাণ প্রিয় প্রতীক ধানে শীষে ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহে বসে আছে। দীর্ঘ ১৭ বছর এই দাঁতভাঙ্গার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মী ভাইয়েরা যেভাবে নির্যাতিত হয়েছে, তারা বিএনপি করে জন্য ব্যবসা করতে পারেননি। তারা বিএনপি করে জন্য ফসলের বীজ পর্যন্ত পাননি, সার পর্যন্ত পাননি।
গভায় সভাপতিত্ব করেন দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য শহিদুর রহমান (বি.এস.সি)। সভায় আরও বক্তব্য রখেন, রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, মুনজুরুল ইসলাম মুঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, নুর আলম খাঁন হিরো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদুল হক সুজন, দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্রদল-যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।#