বুধবার বেলা ১২ টার সময় বাংলাহিলি বাজারে অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বোরহান উদ্দিন।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বোরহান উদ্দিন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম ও অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মুল্য তালিকা,মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও খাদ্য পণ্যে হাইডোস ও সাল্টু ব্যবহারের দায়ে ছয়টি প্রতিষ্ঠানে ৬ হাজার ৫ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহৃত থাকবে।