সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে দারিদ্র্যতার দিক থেকে কুড়িগ্রাম হচ্ছে ৬৪ তম। এ জেলার শিক্ষা ও স্বাস্থ্যখাত সমস্যা জর্জরিত। তাছাড়া জেলার আরও একটি প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহন,শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়ন এবং দারিদ্রতা দূরীকরণে সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সুবাদে সর্বদা আপনাদের পাশে ছিলাম। আপনারা দোয়া করবেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”
গণসংযোগ ও জনসভায় বিএনপি ও তার সকল অঙ্গ- সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।