


দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের ফিউজ বাষ্প হওয়ায় উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর রেল স্টেশনে আড়াই বিদ্যুৎহীন। ফলে রেল স্টেশন ৫টি প্ল্যাটফর্মে ঘুটঘুটে অন্ধকারে থাকে। জেনারেটরের সাহায্যে কাউন্টারে টিকিট কাটার ব্যবস্থা নেয়া হয়।
বুধবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা বিভিন্ন ট্রেনের যাত্রীরা। একটি সূত্র বলছে, প্রায় সময় সন্ধ্যা কিংবা রাতে বিদ্যুৎ দীর্ঘ সময় থাকে না। রেল স্টেশন কর্তৃপক্ষ দাবি করছে, তাতে কোনো ধরনের সমস্যা হয়নি। অবশ্য এ ধরনের ঘটনা শুধু তো আজকে ঘটেছে।
রাত ৭টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎ রেল স্টেশন এলাকায় আসে বলে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা। পরে বিষয়টি স্বীকার করেছেন ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের ফিউজ বাষ্প হওয়ার কারণে ঘটেছে বলে বিদ্যুৎ উপকেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা প্রতিরাতে ঘটে। রাতে ৩/৪ বার বিদ্যুৎ চলে যায়। বুধবার সাড়ে রাত ৮টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়াউল ইসলাম বলেন, আজকে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। বর্তমানে বিদ্যুৎ রয়েছে। এতে কোনো ধরনের সমস্যা হয়নি। রেলের কার্যক্রম চলমান ছিল।