1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১১দফা দাবিতে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১১দফা দাবিতে মানববন্ধন 

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৫ জন দেখেছেন
নিরাপদ সড়ক ও নীলফামারী-সৈয়দপুর সড়কে দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন হয়েছে সচেনতন নাগরিক কমিটি(সনাক) এর ব্যানারে।
বুধবার সকালে (১৯নভেম্বর) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগীতায় এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি আকতারুল আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক, জেলা ট্রাক-মালিক সমিতির সেক্রেটারী মোর্শেদ আজম, গ্রীন ভয়েস সভাপতি সাকিল ইসলাম, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়তা সাহা, এসিজি সমন্বয়ক আব্দুল মোমিন, সনাক সদস্য মিজানুর রহমান লিটু ও নাসিমা বেগম।
ইয়েস গ্রুপের আহবায়ক তাহমিনুল হক ববী এতে স্বাগত বক্তব্য দেন।
বক্তারা বলেন, সৈয়দপুর ওয়াপদা মোড় থেকে নীলফামারী পর্যন্ত আঞ্চলিক সড়কটি প্রাণঘাতী সড়কে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। উত্তরা ইপিজেড এলাকায় প্রতিদিন হাজারো মানুষ চলাচল করায় এই সড়কটিকে এখন দুর্ঘটনার হটস্পট।
সনাক সভাপতি আকতারুল আলম বলেন, “সড়কপথে সুশাসনের অভাব, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির অভাব এবং কার্যকর মনিটরিং না থাকায় দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় দ্রুত  কার্যকর ব্যবস্থা গ্রহণ ছাড়া দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
মানববন্ধনে সড়ক দুর্ঘটনা রোধে ১১দফা দাবী উপস্থাপন করেন ইয়েস দলনেতা ফারজানা আক্তার। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন আয়োজন সংগঠনের নেতৃবৃন্দ।
সনাক, ইয়েস, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), গণমাধ্যম প্রতিনিধি, বেসরকারি সংস্থার সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )