
দিনাজপুরের বোচাগঞ্জে শীতের হাওয়া বইতে শুরু করেছে। সকাল-সন্ধ্যার কুয়াশায় ভরে উঠেছে শীতের আমেজ। শীতের আগমনে স্থানীয় কারিগররা লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার হাট-বাজার ও গ্রামে লেপ মেরামত ও নতুন লেপ তৈরির কাজ চলছে। সেতাবগঞ্জ থানা রোডের কারিগর আনোয়ার হোসেন জানান, “শীত পড়তেই কাজের চাপ বেড়ে গেছে। দিনে ৫-৬টি লেপ বানাতে হয়। সময়মতো ডেলিভারি দিতে হিমশিম খেতে হচ্ছে।”
তুলা, কাপড় ও অন্যান্য কাঁচামালের দাম কিছুটা বেড়েছে। তুলার দাম এবার কেজি প্রতি ১৫০–২০০ টাকা, যেখানে আগের বছর ছিল ১২০–১৬০ টাকা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, শীতের জন্য মানুষের চাহিদা এখনও ভালো।
ক্রেতা রুবিনা আক্তার বলেন, “দাম বেড়েছে, তবু শীতে ভালো লেপ ছাড়া উপায় নেই।” সেতাবগঞ্জের পাইকারি ব্যবসায়ী সাগর সিকদার জানিয়েছেন, উপজেলার ছয় ইউনিয়নের খুচরা বিক্রেতারা এখান থেকে লেপ-তোশকের সরঞ্জাম কিনে নিয়ে যাচ্ছেন। শীত যত বাড়ছে, চাহিদাও তত বাড়ছে—এমনটাই মনে করছেন কারিগর ও ব্যবসায়ীরা।
Related