1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাহাড়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

পাহাড়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২ জন দেখেছেন

সারাদেশে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং পাহাড়ে সংঘর্ষ-হামলা-অগ্নি সংযোগ-হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গানাসাস মার্কেটের সামনে এসে শেষ করে। পরে সেখানে সমাবেশ করে তারা। এসময় বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক, ওয়ারেস মন্ডল রাঙ্গা, শামিম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ১ হাজার ছাত্র-জনতার শহীদী আদান এবং প্রায় ২৫ হাজার মানুষের পংগুত্ব বরণের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাত হয়েছে। গুম-খুন-বিচার বহির্ভুত হত্যা বন্ধসহ গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলো আন্দোলনকারীদের অন্যতম দাবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে যারা দেশ শাসন করছে তাদের প্রায় একমাস সময়কালের মধ্যেই যৌথ বাহিনীর অভিযানের নামে ৩ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ঢাবি, জাবিসহ দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এইসব হত্যাকান্ড ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বিরোধী। তারা অবিলম্বে বিচার বহির্ভূত সকল হত্যাকান্ডের যথাযথ তদন্তুসহ প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। নেতৃবৃন্দ পাহাড়ে সংগঠিত সংঘর্ষ-হামলা-অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এইসমস্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং বিচার দাবী করেন। দীর্ঘদিন ধরে কার্যত পাহাড়ে সেনাশাসন চলছে, কোন গণতান্ত্রিক রাস্ট্রে এটা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা। নেতৃবৃন্দ অবিলম্বে পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে পাহাড়ি জনগোষ্ঠীর যৌক্তিক দাবীসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )