রংপুরের কাউনিয়ায় উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে উপ-শাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাউনিয়া অডিটোরিয়াম হলরুমে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা উত্তর শাখার সভাপতি হোসাইন আলী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম,আব্দুল মান্নান সরকার সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।