রংপুরের পীরগঞ্জ উপজেলার হরিপুর সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে,উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অভিযুক্ত আতোয়ার রহমান বিগত ২০১৮ সালে পকেট কমিটির মাধ্যমে সিনিয়র সহকারী অধ্যাপক থাকার পরেও নিজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপর হতে চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত পৃথক ৮ টি নিয়োগ বানিজ্য করেন। এছাড়া মেয়াদ উত্তীর্ণ এফডি আর এর ২ লাখ সমুদয় এবং মাদ্রাসার জমি লীজ প্রদানের ২০ লাখ টাকা আত্নসাত করেন। এছাড়া ইতিপুর্বে ৪ জন ভুয়া কর্মচারি নিয়োগ করেও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ মাদ্রসার টিনের চালা নষ্ট হয়ে সামান্য বৃষ্টিকেই পানি পড়ে মেঝে সয়লাব হয়ে যায়। এসব দুর্নীতি অনিয়মের কারনে তাকে সে সময় সাময়ীক বহিস্কারও করা হয়। এছাড়া তিনি সিআর মামলা০৬১২০০১৭ ও সেশন মামলা নং-২৮৮২/২০১৮ ,সিআর ২৭/১৭ ও সেশন মামলা নং-২৮/২০১০ এর সাজাপ্রাপ্ত আসামী। এসব ছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কথা হলে অভিযুক্ত অধ্যক্ষ আতোয়ার রহমান বলেন-এসব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নথী যাচাই পুর্বক বিজ্ঞ আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আমাকেই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সত্যতার প্রমান থাকলে আমার পক্ষে এ আদেশ হতো না।