‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ শ্লোগানে নীলফামারীর ডিমলায় কাবাডি ও দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আদাবাড়ি স্কুল এ্যান্ড কলেজ মাঠে চারটি বিদ্যালয় ও একটি ক্লাব নিয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কাবাডিতে খগাখড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং দাবায় বালক পর্যায়ে শাপলা স্পোর্টিং ক্লাবের আলিক ও বালিকায় ডিমলা টেকনিক্যাল স্কুলের নুজহস তাবাসসুম বিজয়ী হয়।
রবিবার বিকেলে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক আরিফ আরমান উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, বার্ষিকী ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।