এসময় বালু বহনকারী দুটি ট্রাক আটক এবং ২৭টি প্লাস্টিক পাইপ ও তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। এসব মালামাল সাঘাটা থানা পুলিশ হেফাজতে রয়েছে। নলছিয়া এলাকায় যমুনা নদীর তলদেশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। সাঘাটার ইউএনও ইছাহাক আলী বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বালু উত্তোলনকারিদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে সাঘাটা থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।