1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় অভিযানে মালামাল জব্দ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

গাইবান্ধায় অভিযানে মালামাল জব্দ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন
গাইবান্ধায় অভিযানে মালামাল জব্দ
অভিযানে মালামাল জব্দ
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলছিয়া এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বিকেলে অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইছাহাক আলী। অভিযানে  সেনাবাহিনীর সদস্য ও পুলিশ উপস্থিত ছিলেন।
এসময় বালু বহনকারী দুটি ট্রাক আটক এবং ২৭টি প্লাস্টিক পাইপ ও তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। এসব মালামাল সাঘাটা থানা পুলিশ হেফাজতে রয়েছে। নলছিয়া এলাকায় যমুনা নদীর তলদেশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। সাঘাটার ইউএনও ইছাহাক আলী বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বালু উত্তোলনকারিদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করতে সাঘাটা থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে চারটি স্পটে কয়লা পোড়ানো চুল্লির কাজ বন্ধ করে দেওয়া হয়। ওইসব চুল্লিতে দীর্ঘ সময় ধরে গাছের গুড়ি পুড়িয়ে কয়লা তৈরি কাজ চলছিলো। এতে বৃক্ষ সম্পদ উজার ও এলাকার পরিবেশ দূষিত হয়। এলাকাবাসী বিষয়টি জেলা প্রশাসককে জানালে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান ওই এলাকায় অভিযান চালান। তিনি বলেন, অভিযানের সময় চুল্লি মালিকদের পাওয়া যায়নি। তাদেরকে সনাক্ত করে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। অনেক গুলো চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )