‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ নীলফামারীর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গণপূর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরআগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ ও গণপূর্ত বিভাগ নীলফামারীর উপ-বিভাগীয় প্রকৌশলী আমানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।