লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ও ডায়াবেটিস্ পরীক্ষা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর উদ্যোগে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সব কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লায়ন আলহাজ¦ কাজী মো. একরামুল হক ও লায়ন মো. আতাহার হোসেন বাদশা প্রমুখ।
পরে শিক্ষা প্রতিষ্ঠানটির চতুর্থ ও পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি মরিয়ম নেছা। এছাড়াও একই দিন ওই প্রতিষ্ঠানটির অভিভাবকদের মাঝে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চওড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল।
পরে সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়। ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচির উদ্বোধন শুভ করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাবেক সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সেক্রেটারী লায়ন জাবেদ আলী শেখ টিটু’র সঞ্চালনায় এসব অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, লায়ন আনিসুর রহমান, লায়ন রেজাউল হক, লায়ন কাজী মো. মানিক, লায়ন নুরুন্নবী দুখু, রবিউল ইসলাম দুলাল, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক বরেন্দ্র কিশোর রায় রেজা মাহমুদ, চওড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাবনী পারভীনসহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১ অক্টোবর লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ – ২০২৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।