শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নীলফামারী শহরের ১৭টি পুজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে নীলফামারী পৌরসভার উদ্যোগে।বুধবার বিকেলে পৌরসভা হলরুমে প্রধান অতিথি থেকে মন্ডপ কমিটির হাতে সহায়তার অর্থ তুলে দেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম।
পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বিদের বৃহৎ একটি উৎসব। উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজা সম্পন্নে নীলফামারী পৌরসভা হিন্দু সম্প্রদায়ের পাশে দাড়িঁয়েছে।