রংপুর নগরীর ১২নং ওয়াডের্র রাধাকৃষ্ণপুরে হামদ-নাত, কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীপাড়া কর্তৃক আয়োজিত মৌলভীপাড়া মাঠে এলাকার কোমলমতি শিশুদের নিয়ে দিন ব্যাপী হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২ নং ওয়ার্ড ও আশপাশের শিশুদের ১০টি গ্রুপে শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে ৩০ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রফিক হোমিও চেম্বার এর সত্ত্বাধিকারী ও নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সহ-সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম রফিক। আলহাজ্ব মোহাম্মদ নাসির সিদ্দিকীর সার্বিক তত্তা¡বধানে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সম্মানিত অতিথি ছিলেন আনার উদ্দিন। সভাপতিত্ব করেন নজিরের হাটের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রউফ অ্যান্ড সন্সের স্বত্বাধীকারী মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন অলি, মুন্না, আতিক, বেলাল, আপেল, হাসান, নুরু, জাহিদ, নাহিদ, সায়েম প্রমূখ। অতিথিবৃন্দ আগামীতে হামদ, নাত, ক্বেরাত ও আজানে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।