নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে বুড়িতিস্তা জলাশয় পুনঃখনন কাজ বাস্তবায়নে বাধাপ্রদানকারী অবৈধ দখলদার কর্তৃক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মকর্তারা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিআইডি ও সড়ক বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তা কর্মচারীগণ এতে অংশ গ্রহণ করেন।
কর্মসুচি থেকে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করা হয়।
এরআগে মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর রংপুর বিভাগীয় চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি এ এস এম আমিনুর রশিদ।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, গত ৮অক্টোবর ডিমলার কেয়ার বাজারে স্থানীয়দের সাথে মতবিনিময় কালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করেন দখলদারেরা। এ সময় আহত হন উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার রহমান, উপ-সহকারী প্রকৌশলী ইবনে সাঈদ শাওনসহ চারজন।
এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা করা হয়েছে।