নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার স্কুলের ইএমই ও এসিসি কোরের রিক্রুট ব্যাচ- ২০২৪ এর “সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে ওই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
এতে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউসুফ আলী,এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিক্রুট ব্যাচ-২০২৪ চলতি ২০২৪ সালের ১ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৩৬ সপ্তাহব্যাপী সামরিক প্রশিক্ষণে অংশ গ্রহন করে। এই রিক্রুট ব্যাচে সর্বমোট ৪০৩ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহন করেন। এদের মধ্যে ৩২৬ জন ইএমই এবং ৭৭ জন এসিসি কোরের নবীন সৈনিক রয়েছেন। এ সব নবীন সৈনিকদের মধ্যে পুরুষ ৩৫০জন এবং নারী ৫৩ জন।
এবারে রিক্রুট-২০২৪ ব্যাচের প্রশিক্ষণে রিক্রুট (এসএমটি) মো. রাজন শেখ (রিক্রুট নম্বর ২৮২৪৪) সার্বিকভাবে শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট (ফ্লাইট ইঞ্জিঃ) সোহান হাওলাদার (রিক্রুট নম্বর ২৮০৫০), দ্বিতীয় শ্রেষ্ট রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন।
গতকাল অনুষ্ঠিত কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর সৈয়দ মোস্তফা তানজীর। সহকারী প্যারেড কমান্ডার হিসেব শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন ফাহিম ফয়সাল অর্ণব।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সকল স্তরের সামরিক ব্যক্তিবর্গ এবং নবীন সৈনিকদের অভিভাবকেরা উপস্থিত মনোমুগ্ধকর প্যারেড উপভোগ করেন।