নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আলোচনা অনুষ্ঠান আগামীকাল সোমবার মিঠাপুকুরের পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের অডিটোরিয়ামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ‘রোকেয়ার অবরোধবাসিনী সামাজিক নকশার সেকাল-একাল’ এই শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা।
আলোচনায় অংশগ্রহণ করবেন তারাগঞ্জ সরকারি কলেজ রংপুরের অধ্যক্ষ অধ্যাপক ড. এ.আই.এম. মুসা এবং রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিকাশ চন্দ্র বর্মন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এদিকে শনিবার বিকেলে রোকেয়া দিবস উদযাপনের প্রস্তুতি দেখতে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় তার সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।