


দিনাজপুরের নবাবগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ আইডিয়াল স্কুলের আয়োজনে নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয় মাঠে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিনোদনগর ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আইডিয়াল স্কুলের সভাপতি আলআলিমুর রাজি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মেধাবী শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২০ জন ৫ম শ্রেণির শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্য থেকে ২২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।